ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশি মদ-বিয়ারসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
বিদেশি মদ-বিয়ারসহ আটক ১

ঢাকা: রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ আওয়াল চৌকিদার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

শুক্রবার (২২ নভেম্বর) দিনগত রাতে বনানী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৬০ বোতল বিদেশি মদ, ৩৮৪ ক্যান বিয়ার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়াল চৌকিদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক। প্রাইভেটকার চালনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় সম্পৃক্ত হয়ে পড়েন। প্রাইভেটকারে করে রাজধানীতে মাদক পরিবহন করলে প্রতিবার তিনি ১০ হাজার টাকা করে পেতেন।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি মো. কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।