ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে দুর্ঘটনায় নিহত ৯ জনের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
মুন্সিগঞ্জে দুর্ঘটনায় নিহত ৯ জনের দাফন সম্পন্ন জানাজা শেষে নিহতের মরদেহ। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৯ জনের দাফন সম্পন্ন হয়েছে। 

এরা হলেন- বর রুবেলের বাবা আব্দুর রশিদ বেপারী (৭০), বোন লিজা (২৪), ভাগনি তাবাসসুম (৬), ভাবির বোন রেনু (১২), ফুপা কেরামত বেপারী (৭০), বরের বড় ভাই সোহেলের স্ত্রী রুনা (২৪), বরের ভাইয়ের ছেলে তাহসান (৪), বরের প্রতিবেশী মফিজুল মোল্লা (৬৫) ও মাইক্রোবাসচালক বিল্লাল (৪০)।  

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় লৌহজং উপজেলার কনকসার বটতলা গ্রামের বাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে হলদিয়া সাতঘড়িয়া কবরস্থানে ৮ জনের দাফন সম্পন্ন করা হয়।

 

এছাড়া মাইক্রোবাসচালক বিল্লালের মরদেহ জানাজা শেষে উপজেলার নাগের হাট নিজ গ্রামে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, এ ঘটনায় শ্রীনগর থানায় শুক্রবার (২২ নভেম্বর) রাত ১২টায় ঢাকা মাওয়া-মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বাসের অজ্ঞাত চালকের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছেন।  

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।