ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা আইনজীবী সমিতির সাইফুল সভাপতি, সম্পাদক ইকবাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
খুলনা আইনজীবী সমিতির সাইফুল সভাপতি, সম্পাদক ইকবাল

খুলনা: খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২০ এর ফলাফলে আওয়ামী লীগপন্থি প্যানেল জয়ী হয়েছে।

এবারও আওয়ামী লীগপন্থি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও বিএনপিপন্থি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে দু’টি প্যানেলে ১৪টি পদের বিপরীতে মোট ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সমিতির ১৩৯১ জনের মধ্যে ১২৫৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ ১০টি পদ পেয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী সদর থানা আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম ৬৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ পেয়েছেন ৫৫৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কে এম ইকবাল হোসেন ৬২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের মোল্লা মশিয়ুর রহমান (নান্নু) পেয়েছেন ৬১৪ ভোট।

সহ সভাপতি পদে জয়ী হয়েছেন সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মোশারফ হোসেন ও আওছাফুর রহমান।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত এ কে এম আবু নিক্সন, লাইব্রেরি সম্পাদক পদে শেখ আশরাফ আলী (পাপ্পু),সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আনোয়ারা মমতাজ (আন্না) নির্বাচিত হয়েছেন।

৭টি সদস্য পদে জয়ী হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত আইউব হোসেন, শেখ আবু বক্কার সিদ্দিক (নাঈম), শাম্মি আকতার, উল্লাস কর বৈরাগী, আলমগীর বিশ্বাস, সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আসাদ আলী সরকার ও রুবাইয়া মাহরু।

ভোট গণনা শেষে রোববার (২৪ নভেম্বর) দিনগত গভীর রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে সকাল ৯টায় থেকে ৪টা পর্যন্ত সমিতির মধ্যম ভবনের দ্বিতীয় তলায় এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন আ ফ ম মহসীন। অপর দু’জন সদস্য হলেন লিয়াকত আলী মোল্লা ও বেগম আক্তার জাহান রুকু।

২০১৯ সালের খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল জয়ী হয়েছিল। সে নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদকসহ ১১টি পদ পেয়েছিল প্যানেলটি।

বাংলাদেশ সময়: ০৭২৫ঘণ্টা,  নভেম্বর ২৫ , ২০১৯
এমআরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।