রোববার (০৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজলার শিবপুরে নিজ বাড়িতে প্রথম জানাজা শেষে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন মসজিদে বাদ এশা মরহুমার দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
এদিকে শাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনসহ জেলা প্রশাসন পরিবার।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এসবি/আরবি/