ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে চীন ফেরতদের তালিকা তৈরি করা হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
রংপুরে চীন ফেরতদের তালিকা তৈরি করা হচ্ছে

রংপুর: রংপুরে চীন ফেরত বাংলাদেশি ও চীনা নাগরিকদের তালিকা তৈরি করা হচ্ছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের সিভিল সার্জন হীরম্ব কুমার রায় বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত মাসে বা তার আগে বাংলাদেশি শিক্ষার্থীসহ যারা চীন থেকে ফেরত এসেছেন এবং রংপুরে চীনা শিক্ষার্থীসহ নাগরিকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তালিকা অনুযায়ী তাদের পর্যবেক্ষণে রাখা হবে।

 

হীরম্ব কুমার বলেন, রংপুর অঞ্চলের বিভিন্ন স্থলবন্দরে করোনা ভাইরাস শনাক্তকরণে মেডিক্যাল টিম কাজ করছে। তাই এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।