ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে খুরশিদ আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঘোপাল ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পুকুর থেকে মাছ ধরে খুরশিদ আলমসহ অংশীদাররা মিলে ভাগবাটোয়ারা করার সময় প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে প্রতিবেশী মেজবা উদ্দিন তার লোকজন নিয়ে নুর আহম্মদের মাথায় ও বুকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা নুর উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০,২০২০
এসএইচডি/এমআরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।