ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দেশব্যাপী নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
দেশব্যাপী নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর ও বেগমগঞ্জ উপজেলায় একই দিনে দুই শিশু ধর্ষণসহ দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ, নির্যাতনের প্রতিবাদ এবং অপরাধীদের শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনতা।

সোমবার (১০ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহর মাইজদীর হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

নোয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের যুগ্ম-আহবায়ক এবিএম আবদুল আলীম, আক্তারুল ইসলাম, আমিরুল ইসলাম হারুন, আবুল হাসেম, মেহেদী হাসান প্রমুখ।

 

বক্তারা বলেন, সমাজের সবাই যদি একইসঙ্গে সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তাহলেই সমাজ থেকে এ ব্যাধি দূর করা সম্ভব হবে। গত ২৮ জানুয়ারি একই দিনে নোয়াখালীর সূবর্ণচরে বাক প্রতিবন্ধি এক শিশু ও বেগমগঞ্জের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এছাড়াও সারা দেশে যে ধর্ষণ চলছে তার দায়ভার আমাদের নিতে হবে, কারণ আমরা সমাজেরই অংশ।  

এছাড়া মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজ প্রতিনিধি, সাংবাদিক, উন্নয়নশীলকর্মী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।