মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারি) রাতে উপজেলার ভাড়শো ইউনিয়ন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। আওরঙ্গজেব মান্দা উপজেলার দেলুয়াবাড়ি গ্রামের নবির উদ্দিনের ছেলে।
নওগাঁর পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে আওরঙ্গজেবকে সঙ্গে নিয়ে অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। এসময় উপজেলার ভাড়শো ইউনিয়ন বাকাপুর এলাকায় চোরাকারবারির অন্য একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে আওরঙ্গজেব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্যরা পালিয়ে যায়।
এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০/আপডেট ১০৪০ ঘণ্টা
আরএ