ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
খিলগাঁওয়ে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তারিফ হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুবজবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রাশেদ হাসান বাংলানিউজকে জানান, দক্ষিণ গোড়ানের একটি বাসায় আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তারিফ হোসেনকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার তারিফ খিলগাঁও থানার একটি মামলার এজাহারনামীয় আসামি। তিনি খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।