ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
মাধবপুরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চক রাজেন্দ্রপুর গ্রামে পুকর থেকে ৬ বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাস্তার পাশের পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুকে দেখতে পান স্থানীয়রা। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত শিশুরা হলো- চক রাজেন্দ্রপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রাহাত মিয়া (৬) ও হুমায়ুন মিয়ার মেয়ে তানিয়া আক্তার (৫)। দু’জনেই স্থানীয় হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম কামাল বাংলানিউজকে বলেন, রাহাত ও তানিয়া সকালে বিদ্যালয়ে গিয়ে আর ফেরেনি। এক পর্যায়ে বিকেলে স্থানীয়রা তাদের রাস্তার পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পানিতে পড়েই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।