বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার ঘোষবাগ, পশ্চিমপাড়া, কান্দাইল, নরসিংহপুর ও মীরবাড়ি মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আশুলিয়া সার্কেল) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এসময় জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত দেড় কিলোমিটার এলাকার নিম্নমানের পাইপ, চুলা ও রাইজারসহ বিভিন্ন ফিটিংস।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাৎ মো. সায়েম বাংলানিউজকে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকাল থেকে ঘোষবাগ, পশ্চিমপাড়া, কান্দাইল, নরসিংহপুর ও মীরবাড়ি মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুই কিলোমিটার এলাকার প্রায় দেড় হাজার আবাসিক বাড়িতে অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন বাড়ির মালিককে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং এর সঙ্গে যারা জড়িত রয়েছেন তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যাবস্থাপক আনিসুজ্জামান, আব্দুল মান্নান, ইদ্রিস আলী এবং ঠিকাদার মনির হোসেনসহ তিতাসের অন্যান্য কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এসএইচ