বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মিরপাড়া এলাকায় নদীতে শিশুর মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে দুপুর আড়াইটায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা শফি জানান, শিশুটির মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই-একদিন আগে শিশুটির জন্ম হয়, এবং কেউ হত্যার উদ্দেশ্যে নবজাতকটিকে নদীতে ফেলে দেয়।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এমআরপি/এইচজে