বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আমন সংগ্রহ ২০১৯-২০ উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নয়টি মন্ত্রনালয় ও নতুন দুই সিটি মেয়রকে নিয়ে খাদ্য মন্ত্রনালয়ের বৈঠক রয়েছে।
এসময় জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের তিনি বলেন, শুধু পবিত্র রমজান মাসেই নয়, সবসময়ই সচেষ্ট থাকবেন যাতে কেউ কোনো জিনিসে ভেজাল না দেয়। ভেজাল দেবো না, ভেজাল খাবো না, কাউকে ভেজাল বিক্রি করতেও দেবো না এ নিয়ে প্রতিটি মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লোকজন ছিলো না। আমরা ইতোমধ্যে জনবল নিয়োগ দিয়েছে। জেলায় জেলায় খুবই স্বল্প সময়ের মধ্যে তারা চলে আসবেন।
বিভাগীয় ও জেলা প্রশাসন, খাদ্য এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এমএস/এবি