ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ‘মাদকবিরোধী’ অভিযানে আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
বরিশালে ‘মাদকবিরোধী’ অভিযানে আটক ৩ র‌্যাবের হাতে আটক তিন আসামি।

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তিন মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৮ সদর দফতর।

আটক তিন মাদককারবারি হলেন- উপজেলার ভূতের দিয়া গ্রামের বাসিন্দা আলী আহম্মেদ চৌকিদারের ছেলে কসিম উদ্দিন (৩৮),  ইসলামপুর গ্রামের কালাম দালাল (৪০) ও জাহাপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৬)।

র‌্যাবের তথ্যে, বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি কোম্পানির বিশেষ আভিযানিক দল বাবুগঞ্জ থানা এলাকায় ‘মাদকবিরোধী’ অভিযান পরিচালনা করে।

এ সময় বাবুগঞ্জ থানাধীন আগুরপুর কাঁচা বাজারস্থল ‘মুন লাইট টেইলার্স’দোকানের সামনে মাদকব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচা করছে। এ খবরের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ প্রায় অর্ধ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‌্যাবের ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।