বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে তারা এ মানববন্ধন ও সমাবেশ করেন।
পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে প্রতি বিভাগে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনা, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ক্লাসরুম নির্মাণ, গবেষণাগারে পর্যাপ্ত যন্ত্রপাতি সরবরাহসহ ছাত্র ফ্রন্টের ছয় দফা দাবি বাস্তবায়ন এবং সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মচারীদের পাঁচ দফা দাবির সর্মথন জানানো হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট পলিটেকনিক শাখার সংগঠক সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সভাপতি শ্যামল বর্মণ, বগুড়া জেলা শাখার সভাপতি ধনঞ্জয় বর্মণ, পলিটেকনিক শাখার সংগঠক সৈকত প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, ১৯৮৩ সাল থেকে সারাদেশে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট ও ৬৫টি স্কুল অ্যান্ড কলেজে দুই শিফট পদ্ধতি চালু হলেও তার জন্য আলাদা করে কোনো বেতন-ভাতা দেওয়া হয়নি। প্রথম দিকে মূল বেতনের ৫০ শতাংশ সম্মানি দেওয়া হতো। পরে সেটা বাড়ানোর কথা থাকলেও তা না বাড়েনি বরং কমিয়ে দেওয়া হয়।
এ কারণে দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মচারীরা আন্দোলন চালিয়ে আসছেন। তাই দীর্ঘদিনের আন্দোলনের কারণে ক্লাস বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। পরে আন্দোলনের চাপে পড়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা পূরণ করা হয়নি। তাই এই ফেব্রুয়ারি থেকে আবার আন্দোলনে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
নেতারা আরও বলেন, পলিটেকনিক ইনস্টিটিউটে চলমান সংকটের জন্য কারিগরি শিক্ষাবোর্ড, সরকারের অবহেলা ও শিক্ষা সংকোচনের নীতিই দায়ী। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতৃত্বে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, হল নির্মাণ, গবেষণাগারে পর্যাপ্ত সরঞ্জমাদি ক্রয়সহ ছয় দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। সে সময় ছাত্র ফ্রন্টের দাবি মেনে নিলে বর্তমান সংকটে পড়তে হতো না শিক্ষক ও শিক্ষার্থীদের।
সমাবেশে অবিলম্বে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৬ দফা দাবি এবং শিক্ষকদের ৫ দফা দাবি মেনে নিয়ে পলিটেকনিকের শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান নেতারা। অন্যথায় সারাদেশের ডিপ্লোমা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
কেইউএ/এএটি