ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রামে মিনি ট্রাকের ধাক্কায় আসিফ নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আসিফ জেলার ক্ষেতলাল উপজেলার তিলাবদুল তালশন গ্রামের নাসির উদ্দীনের ছেলে।  

স্থানীয়রা জানান, শিশু আসিফ জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের বাসিন্দা তার খালার বাড়ি থেকে নানীর সঙ্গে ব্যাটারিচালিত একটি যাত্রীবাহী অটোরিকশায় করে ক্ষেতলাল উপজেলায় নিজ বাড়িতে ফিরছিল। পথে কোমরগ্রাম এলাকায় পেছন দিক থেকে খড় বোঝাই একটি মিনি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। তবে দুর্ঘটনায় শিশুটির নানীসহ অন্য যাত্রীরা সামান্য আহত হয়েছেন।

জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন্দ্রনাথ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।