ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

করোনা প্রতিরোধ সচেতনতায় তথ্য প্রতিমন্ত্রীর মাস্ক বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
করোনা প্রতিরোধ সচেতনতায় তথ্য প্রতিমন্ত্রীর মাস্ক বিতরণ

ঢাকা: করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের দায়িত্বপূর্ণ করে তুলতে রাজধানীর কারওয়ান বাজারে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

রোববার (২২ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷

মাস্ক বিতরণের সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পরিলক্ষিত হচ্ছে।

শীত মওসুমে আরও ব্যাপকভাবে সংক্রমণের আশংকা আছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে।

তিনি বলেন, পৃথিবীর বেশিরভাগ দেশকে করোনা ভাইরাস যে তীব্রতার সাথে বিপন্ন করে দিয়েছে, শেখ হাসিনা সরকারের সময়োপোযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ সেভাবে বিধ্বস্ত হয়নি। সকলের  সম্মিলিত প্রয়াসে এ জাতি যেমন মহান মুক্তিযুদ্ধে জয়ী হয়েছে, তেমনি করোনা ভাইরাসের বিরুদ্ধেও জয়ী হবে।

স্বপ্নীল বাংলাদেশ উদ্যোগে এ আয়োজনে বক্তৃতা করেন অভিনেতা পীযুষ বন্দ্যোপাধ্যায়, সংগঠনের সদস্য সচিব ডা. মামুন-আল-মাহতাব (স্বপ্নীল) প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এসকে/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।