ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
গাজীপুরে তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড গাজীপুরে তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তীর মিলগেইট এলাকায় তুলা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে।

রোববার (২২ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল হালিম জানান, কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তীর মিলগেইট এলাকায় ‘ভাই ভাই ঝুট স্টোর’ নামে তুলা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে নরসিংদীর পলাশ ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়। আগুনে টিনশেডের কারখানা, ঝুট ও তুলা পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
আরএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।