ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকা‌ঠি‌তে ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
ঝালকা‌ঠি‌তে ইয়াবাসহ মাদক কারবারি আটক ...

ঝালকা‌ঠি: ঝালকা‌ঠি জেলার নলছি‌টি থানাধীন প‌শ্চিম কামদেপপুর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

আটকের সময় তার কাছ থেকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সোমবার (২৩ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮।

এর আগে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল ওই অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক মো. শাহাদাৎ মোল্লা (৩৫) ঝালকা‌ঠি জেলার নল‌ছিটি থানা এলাকার মৃত ম‌তিউর রহমান মোল্লার ছে‌লে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. নূর ইসলাম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এমএস/নভেম্বর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।