ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আজমিরীগঞ্জে পূজায় বরাদ্দ চাল নিয়ে বাণিজ্যের অভিযোগে নেতা বহিস্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
আজমিরীগঞ্জে পূজায় বরাদ্দ চাল নিয়ে বাণিজ্যের অভিযোগে নেতা বহিস্কার প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ৩৫টি মণ্ডপের জন্য সরকারের দেওয়া বরাদ্দের চাল গুদামে রেখেই কেনা-বেচা করে লাভ গুণে নেওয়ার অভিযোগে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে বহিষ্কার করা হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় সোমবার (২৩ নভেম্বর) সকালে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ১৯ নভেম্বর তাকে বহিষ্কার করে জেলা পূজা উদযাপন পরিষদ।

শঙ্খ শুভ্র রায় বাংলানিউজকে বলেন, শুরুতে দুর্নীতির বিষয়টি জানতে পেরে আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলাম। এতে তিনি সারা দেননি। পরে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পরবর্তীকালে আরও সিদ্ধান্ত আসতে পারে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, গেল দুর্গাপূজায় আজমিরীগঞ্জ উপজেলায় ৩৫টি মণ্ডপে ৫০০ কেজি করে মোট ১৭ হাজার ৫০০ কেজি চাল বরাদ্দ আসে। এ চাল বিতরণের ডিও উপকারভোগীদের কাছে হস্তান্তরের আগেই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও তার এক সহযোগী মৌখিকভাবে কেনা-বেচার মাধ্যমে মণ্ডপগুলোর পরিচালকদের হাতে ৩৪ টাকা কেজি দরে টাকা বিতরণ করে ফেলেন। অথচ, বাজারে চালের মূল্য ৩৮ টাকা ছিল।

এ নিয়ে বাংলানিউজকে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে উপকারভোগীদের হাতে টাকা না দিয়ে ৫০০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।

** পূজায় বরাদ্দ সরকারি চাল গুদামে রেখেই নেতার বাণিজ্য

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।