ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সুমন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

সুমন কুড়িগ্রাম জেলার লৌহমারি উপজেলার চলশুরমারী গ্রামের আব্দুল মজিদের ছেলে।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত সুমন বগাদীতে তার বোনের বাড়িতে বেড়াতে আসেন। ওইখান থেকে ঘটনার সময় একটি বাইসাইকেল দিয়ে আড়াইহাজার সদর বাজারে যাচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন বলেন, দুর্ঘটনার কথা শুনেছি। তবে মাইক্রোবাসটি জব্দ করা যায়নি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।