ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ইয়াবাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
নরসিংদীতে ইয়াবাসহ গ্রেফতার ২ গ্রেফতার দুই মাদকবিক্রেতা। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’জন হলেন- সদরের পুরানপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে সুজন রহমান (৪০)  ও চৌয়ালা এলাকার মৃত জালাল মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৪)।  

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে পুরানপাড়া এলাকা থেকে মাদক বেচা-কেনা করার সময় সুজন ও শরীফকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৫০০ পিস ইয়াবা।  

এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার জানান, গ্রেফতার ওই দুই মাদকবিক্রেতার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের নামে আগেও যথাক্রমে ছয়টি এবং আটটি মাদক মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।