ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আপত্তিকর অবস্থায় দেখে হত্যা করা হয় স্ত্রী ও তার প্রেমিককে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
আপত্তিকর অবস্থায় দেখে হত্যা করা হয় স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার আহসান। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: আত্মহত্যা নয়, সাতক্ষীরার কলারোয়ায় নারী-পুরুষকে হত্যা করে মরদেহ একই রশিতে বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়েছিল।  

এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত নারীর স্বামী বাক প্রতিবন্ধী শেখ আহসান ও দেবর শেখ আসাদকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড জব্দ করেছে পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে কলারোয়ার শ্রীপতিপুর গ্রামে নিজেদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির দেয়ালের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রড জব্দ করা হয়।

এর আগে রোববার ভোরে বাড়ির ৫০ গজ দূরের একটি আম গাছের ডাল থেকে শেখ আহসানের স্ত্রী ফাতেমা ও শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার করিম পাড়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানান, ফাতেমার সঙ্গে শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার জয়নাল পাড়ের ছেলে করিম পাড়ের পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার দিন রাতে পরিত্যক্ত এক কক্ষে তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় ফাতেমার স্বামী ও তার ছোট দেবর দুজনকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে। পরে ফাতেমার গায়ের ওড়না ও গামছা দিয়ে তাদের গলা বেঁধে মরদেহ দুটি একটি আম গাছে ঝুলিয়ে দেয়।

এ ঘটনায় নিহত করিমপাড়ের বাবা জয়নাল পাড় থানায় মামলা দায়ের করেন। এর ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত দুই প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।