ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পলাশে অটোরিকশা উল্টে নারী নিহত  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
পলাশে অটোরিকশা উল্টে নারী নিহত  

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে বেগম (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

 

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেগম গাজীপুর জেলার কালিগঞ্জ সাওরাহিদ গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী।

আহতরা হলেন পলাশ উপজেলার ঘোড়াশাল সার কারখানা এলাকার আজিজুর রহমানের ছেলে আশিকুর (১৮), মাঝেরচর এলাকার আনিস মিয়ার মেয়ে মীম (৬) ও গাজীপুর জেলার কালিগঞ্জ সাওরাহিদ গ্রামের সুজন মিয়ার স্ত্রী শিউলী (২৪)।  

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে পলাশ বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মাঝেরচর গ্রামে যাচ্ছিল। পথে মাঝেরচর বাজারের কাছে এক পথচারী সামনে এসে পড়লে তাকে বাঁচাতে অটোরিকশাটি হঠাৎ হার্ড ব্রেক করে। এতে অটোরিকশাটি রাস্তায় উল্টে যায় এবং এতে থাকা চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে বেগম নামে এক নারীর মৃত্যু হয়। বাকি আহতদের হাসপাতালে ভর্তি করে হয়। পরে আহতদের মধ্যে মীমকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।