ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আঙিনায় গাঁজা চাষ করায় মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
আঙিনায় গাঁজা চাষ করায় মাদক ব্যবসায়ী আটক গাঁজা গাছ। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় বাড়ির আঙিনায় গাঁজা গাছ চাষ করায় আবু সাইদ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামে থেকে তাকে আটক করা হয়।

সাইদ একই গ্রামের আব্দুল সামাদের ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাঙাপাড়া গ্রামে সাইদ নিজ বাড়ির আঙিনায় চাষ করা দুটি গাঁজা গাছসহ সাইদকে আটক করা হয়। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।