ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পরিবহন ধর্মঘটের ডাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
বগুড়ায় পরিবহন ধর্মঘটের ডাক ফাইল ফটো

বগুড়া: বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের অফিস দখল নিয়ে সরকার দলীয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মোটর মালিক গ্রুপের একাংশ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পরিবহন ধর্মঘটের ডাক দেন জেলা মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম।

মোটর মালিক গ্রুপের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনকে আটকের দাবিতে এ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।  

মঙ্গলবার দুপুর থেকে বগুড়া জেলায় ও বুধবার (১০ ফেব্রুয়ারি) থেকে উত্তরবঙ্গজুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এর আগে দুপুর দেড়টার দিকে আমিনুল গ্রুপের লোকজন চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে প্রবেশ করে মিছিল শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে পরিবহন শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের হটিয়ে দেয় এবং চারজনকে আটক করে। এরপর থেকে চারমাথা ও তার আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে আমিনুল গ্রুপের লোকজন সমবেত হয়ে টার্মিনালে প্রবেশের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে তারা ফিরে যান। পরে আমিনুল ইসলাম সাংবাদিকদের সামনে পরিবহন ধর্মঘটের ডাক দেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যারা হট্টগোল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।