ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রিয়েল এস্টেট ব্যবসার অন্তরালে এমএলএম প্রতারণা, কোটি টাকা আত্মসাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
রিয়েল এস্টেট ব্যবসার অন্তরালে এমএলএম প্রতারণা, কোটি টাকা আত্মসাৎ

ঢাকা: রিয়েল এস্টেট ব্যবসার অন্তরালে এমএলএম ব্যবসা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রের ৬ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার হওয়া ৬ প্রতারক হলেন- আশিক ঘোষ অসিত (৪২), কাজী নরুল ইসলাম (৪৮), শাহনেওয়াজ শামীম (৪৩), জহিরুল হক (৪০), মীর নুরুল ইসলাম (৫৩), মামুন মিয়া (৩৫)।

তাদের কাছ থেকে বেশকিছু মানি রিসিপ্ট, গ্রাহকদের নাম, কিস্তি ও লভ্যাংশের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।

২০১৬ সাল থেকে সেবা আইডিয়াস অ্যান্ড লিভিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণা শুরু করে এই চক্রের গ্রেফতার সদস্যরা। এদিকে সিলসিটি নামে একটি ভুয়া প্রজেক্ট (জমি) দেখিয়ে টাকা বিনিয়োগের জন্য জনসাধারণকে প্রভাবিত করতো তারা। এরপর কোম্পানিতে টাকা বিনিয়োগ করলে বছরে দ্বিগুণ হয়ে যাবে এমন প্রলোভন দেখিয়ে অনেক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। উত্তরা-পূর্ব থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

সংবাদ সম্মেলনে শেখ ওমর ফারুক বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ প্রতারককর আমরা গ্রেফতার করি। এ চক্রটি লোকজনদের টাকা ইনভেস্টের প্রলোভন দেখিয়ে, বিভিন্ন লোকজনদের কমিশন দিয়ে, টাকা সংগ্রহ করাতো। এভাবে চক্রের সদস্যরা ফাঁদে ফেলে ২ হাজার ২০০ জনের কাছ থেকে প্রায় ৫৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

তিনি বলেন, প্রতারণার কৌশল হিসেবে গ্রেফতার আসামিরা রিয়েল এস্টেট ব্যবসা বলতো। এতে তারা এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতারণা করে আসছিলো। যারা সদস্য হতো, তাদেরকে প্রলোভন দেখিয়ে কমিশন দিয়ে সদস্য সংগ্রহের জন্য বলতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানিয়েছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এসজেএ/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।