ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ ওসি প্রদীপের সোর্স জাহাঙ্গীর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
ইয়াবাসহ ওসি প্রদীপের সোর্স জাহাঙ্গীর গ্রেফতার

 ফেনী: ৮০০ ইয়াবাসহ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের অন্যতম সোর্স মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
 
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর মহিপাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাহাঙ্গীর কক্সবাজারের টেকনাফ উপজেলার দিঘলীয়া পালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল কাদিরের ছেলে।
 
এ ঘটনায় ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতার জাহাঙ্গীরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার জাহাঙ্গীর টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের সোর্স ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।