ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুবিধা বঞ্চিতদের টিকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
সুবিধা বঞ্চিতদের টিকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে

ঢাকা: প্রতিটি উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে যাতে করোনা ভাইরাসের টিকা দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে মন্ত্রী সস্ত্রীক কোভিড-১৯ টিকা নেওয়া শেষে এ কথা বলেন।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও মাঠকর্মীর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে টিকা দেওয়ার বিষয়টি বাস্তবায়ন করছি। পাশাপাশি জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীরাও সেখানে এ বিষয়ে সহযোগিতা করছেন।

টিকা নিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি জানিয়ে মন্ত্রী বলেন, ভয়ভীতির মধ্যে না থেকে ৪০ বছরের ঊর্ধ্বে সবার টিকা নেওয়া উচিৎ। আমরা সবাই জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা ভাইরাসকে থেকে কীভাবে মানুষকে রক্ষা করা যায় সে লক্ষ্যে তার মেধা, শ্রম ও প্রজ্ঞা দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত বিশ্ব যেখানে এই করোনা ভাইরাস মোকাবিলায় পুরোপুরি সফল হতে পারেনি সেখানে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী সফল হয়েছেন। সারা বিশ্ব এটা স্বীকার করে, তিনি সফল রাষ্ট্রনায়ক হিসেবে করোনা ভাইরাস মোকাবিলা করেছেন।

করোনাকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার কর্মচারীরা যারা মাঠে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছেন তাদের সুরক্ষায় নির্দেশনা বিষয়ক অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে কর্মরত সকলকে আমি আহ্বান জানাবো টিকা নেওয়া জন্য।

তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি টিকা প্রয়োগ শুরু হওয়ার পর বয়সে প্রবীণ ও রাষ্ট্রীয় কাজ পরিচালনায় সম্মুখসারির কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর বিশেষ বিচেনায় ও নির্দেশনায় সারাদেশের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষজনের জন্য অগ্রাধিকারমূলক টিকার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।