ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ৭ সেরা করদাতাকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
বাগেরহাটে ৭ সেরা করদাতাকে সম্মাননা

বাগেরহাট: বাগেরহাটে সাতজন করদাতাকে সেরা করদাতা সম্মাননা দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কর অঞ্চল খুলনার অধীনস্থ সার্কেল-১৪, বাগেরহাটের আয়োজনে এ সম্মাননা দেওয়া হয়।

উপ কর কমিশনার নীলাক্ষি রতন মণ্ডলের সভাপতিত্বে দাসপাড়া মোড়স্থ সার্কেল-১৪ এর কার্যালয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানে সার্কেল-১৪ এর পরিদর্শক জিল্লুর রহমান, সার্কেলের কর্মকর্তা-কর্মচারীসহ সম্মাননা প্রাপ্তরা উপস্থিত ছিলেন।

এসময় ৫৯ লাখ ৭৬ হাজার ৫৭৩ টাকা কর প্রদানের জন্য সর্বোচ্চ করদাতা হিসেবে শেখ আছলাম আলীকে, ৩৭ লাখ ৬২ হাজার ৩৬৪ টাকা কর প্রদানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ করদাতা হিসেবে তপন কুমার গোলদারকে সম্মননা দেওয়া হয়। ২১ লাখ ৩১ হাজার ৫৯৯ টাকা কর প্রদানের জন্য নারী সেরা করদাতা হিসেবে পপি বেগমকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া ব্যবসায়ী আল মামুন মোল্লাকে তরুণ করদাতা এবং দীর্ঘ সময় ধরে কর দেওয়ার জন্য প্রফুল্ল কুমার পাল ও অসিত কুমার সাহাকে সম্মাননা দেন জাতীয় রাজস্ব বিভাগ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।