ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
ফতুল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফতুল্লা থানার মাসদাইর পতেঙ্গা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক আব্দুল মান্নান মাসদাইর বেকারির মোড়ের সালাউদ্দীনের বাড়ির ভাড়াটিয়া ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার মৃতমাটি গ্রামের কাশেম আলীর ছেলে।

ওই শিশুটির মা জানান, তিনি বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাসার গলিতে খেলতে থাকা তার সাত বছরের মেয়েকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী খোলা মাঠে নিয়ে ধর্ষণ করে আব্দুল মান্নান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন আব্দুল মান্নানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, মেডিক্যাল পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।