ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহীন মীরা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ওই মামলায় শাহিনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব ষাটপাকিয়া গ্রামে শিশুটি বাড়ির উঠানে বসেছিলো। এ সময় প্রতিবেশি শহীন শিশুটিকে তাঁর ঘরে ডেকে নিয়ে যান। ঘরে লোকজন না থাকায় শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন শাহিন। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে।

বিষয়টি জানাজানি হলে নিজের ঘরে তালা দিয়ে আত্মগোপনে চলে যান শাহীন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে পরিবারের পক্ষ থেকে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাতেই অভিযুক্ত শাহীনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।