ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গ্যাসের বকেয়া রোধে দ্রুত প্রিপেইড মিটার চালুর সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
গ্যাসের বকেয়া রোধে দ্রুত প্রিপেইড মিটার চালুর সুপারিশ জাতীয় সংসদ ভবন

ঢাকা: গ্যাসের বকেয়া বিল রোধ করতে প্রিপেইড মিটার সংযোগ দ্রুততম সময়ে চালু করার ব্যাপারে সংসদীয় কমিটি থেকে জোর সুপারিশ করা  হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আবু জাহির, মো. নূরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম, বেগম নার্গিস রহমান এবং মো. নুরুজ্জামান বিশ্বাস অংশ নেন। এ সময় ১৫তম বৈঠকের কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কমিটি ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত গ্যাসের বকেয়া বিলের তুলনামূলক চিত্র পরবর্তী সভায় উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের চলমান এবং পাইপ লাইনে থাকা প্রকল্পসমূহের অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিস্তারিত আলোচনা হয় এবং অনুমোদিত চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত সম্পন্নকরণে সুপারিশ করা হয়।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্ত, পেট্রোবাংলা, তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কোম্পানি লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এসকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।