ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে যুবকের ৫ খণ্ড মরদেহ উদ্ধার, নারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
ওয়ারীতে যুবকের ৫ খণ্ড মরদেহ উদ্ধার, নারী আটক ওয়ারীতে যুবকের ৫ খণ্ড মরদেহ উদ্ধার, নারী আটক

ঢাকা: রাজধানীর ওয়ারী স্বামীবাগের একটি বাড়ির চারতলা থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সজিব হাসান (৪২)।

এ ঘটনায় শাহনাজ পারভিন নামে এক নারীকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালের দিকে স্বামীবাগের কে এম দাস লেন এলাকার একটি বাড়ির চারতলা থেকে সজিব হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

ওয়ারী ডিভিশনের (ডিসি) শাহ ইফতেখার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই চারতলা থেকে সজীবের পাঁচ খণ্ড মৃতদেহ উদ্ধার করা হয়। আটক নারীর সঙ্গে সজীবের পরকীয়া সম্পর্ক ছিল। ওই নারী বুটিকের কাজের কথা বলে প্রায়ই সজীবের বাসায় য়াসতেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, টাকা-পয়সার বিষয় নিয়ে সজিবের সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে ছুরি দিয়ে ওই নারীকে আঘাত করেন সজিব। এতে ওই নারীর হাত কেটে যায়। পরে পারভীন ছুরি কেড়ে নিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে সজীব ঘটনাস্থলে মারা যান। পরে তার দুই পা, দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলেন। আমরা সংবাদ পেয়ে সজিবের মরদেহ উদ্ধার করি। ’

বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।