ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দেশের সব শিল্প কারখানাকে আধুনিকায়ন করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
দেশের সব শিল্প কারখানাকে আধুনিকায়ন করা হবে

ব্রাহ্মণবাড়িয়া: শিল্প সচিব একে এম আলী আজম বলেছেন, পর্যায়ক্রমে রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের সব রুগ্ন শিল্প কারখানাকে আধুনিকায়ন করা হবে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, ইতোমধ্যে কারখানাগুলোকে মেরামত করতে বিদেশি বিশেজ্ঞদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। এছাড়া দীর্ঘদিনের নানা সমস্যায় জর্জরিত আশুগঞ্জ সার কবারখানা আধুনিকায়ন করা জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। আশাকরি খুব দ্রুত এই কারখানাটি মেরামত করে আধুনিকায়ন করা হবে।  

আশুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরবিন্দ বিশ্বাস, কারখানার ব্যবস্থাপনা পরিচালক একে.এম আনোয়ারুল হক, মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমানসহ কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

২০ বছর হয়েছে আশুগঞ্জ সার কারখানার আয়ুষ্কাল শেষ হয়েছে। পুরনো যন্ত্রাংশ নিয়ে চলা কারখানাটি বছরের অন্তত ৮ মাস বন্ধ থাকে। কারখানার বন্ধ থাকায় লাভজনক প্রতিষ্ঠানটি এখন লোকসানের প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত হয়েছে। এতে করে শ্রমিক-কর্মচারী লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।