ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সোহাগ পরিবহনের হেলপারকে কুপিয়ে হত্যা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
খুলনায় সোহাগ পরিবহনের হেলপারকে কুপিয়ে হত্যা 

খুলনা: খুলনার শিববাড়ি মোড়ে সোহাগ পরিবহনের হেলপার মো. সাব্বিরকে (২৬) বাসের ভেতরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বাড়ি বাগেরহাটের কচুয়া নামক স্থানে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

সোহাগ পরিবহনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে গাড়িটি (ঢাকা মেট্রো ব-১৪-৭১৫৩) শিববাড়ি মোড়ে পাবলিক হলের কাছে এনে রাখা হয়। শুক্রবার সকালে বাসটির ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, রাতে সোহাগ পরিবহনের বাসটি ঢাকা থেকে আসার পর চালক ওই স্থানে বাসটি রেখে বাড়িতে যান। এসময় হেলপার সাব্বির বাসে থেকে যান। সকালে আরেকজন চালকের বাসটি নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। ভোরের দিকে দুর্বৃত্তরা বাসের ভেতরে ঢুকে হেলপার সাব্বিরকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে অতিরিক্ত রক্তক্ষরণে বাসের ভেতরেই তার মৃত্যু হয়। সকালে অন্য কর্মীরা বাসে ঢুকে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে চালকের আসনের পেছনে বাসের মেঝে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এমআরএম/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।