ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিম্নমানের কাজ, প্রতিবাদ করায় প্রকৌশলীকে মারধর করলো ঠিকাদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
নিম্নমানের কাজ, প্রতিবাদ করায় প্রকৌশলীকে মারধর করলো ঠিকাদার

ফেনী: ফেনীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টিউবওয়েল স্থাপনে নিম্নমানের কাজের প্রতিবাদ করায় প্রকৌশলীকে মারধর করেছে ঠিকাদার ও তার সহযোগীরা।

বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে।

এঘটনায় থানায় চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

জানা যায়, ফেনী সদর উপজেলার ভূমি অফিসে টিউবয়েল স্থাপনের কাজ পায় ঠিকাদার হুয়ায়ুন কবীর। নিম্নমানের কাজ হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সরেজমিনে তদন্তে যায় উপ-সহকারী প্রকৌশলী মো. সমেশ আলী। ঘটনাস্থলে গিয়ে সঠিকভাবে কাজ করার কথা বললে ঠিকাদার হুয়ায়ুন অকথ্য ভাষায় গালমন্দ করে মারধর করে প্রকৌলশলীকে।

এসময় ভূমি অফিসের লোকজনের সহায়তায় ঠিকাদার হুয়ায়ুন, জিলানী ও দেলোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে।  

আইয়ুব মেস্ত্রী নামে একজন পালিয়ে যায়। আহত প্রকৌলশলী সমেশকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মারধরের শিকার উপ-সহকারী প্রকৌশলী মো. সমেশ আলী বাংলানিউজকে বলেন, ফেনী সদর উপজেলার বিভিন্ন স্থানে ৫০টি টিউবওয়েল স্থাপনের টেন্ডার পায় হুমায়ুন কবীর। গত ৯ ফেব্রুয়ারি ফেনী সদর ভূমি অফিসে টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করে হুয়ায়ুন। কিন্তু কাজের মান নিম্নমা হওয়ায় প্রতিবাদ করলে প্রথমে হুমায়ুন মারধর শুরু করে। পরে তার সহযোগিরা মারধর করে। হুমায়ুন যতগুলো টিউবয়েল স্থাপন করেছে সবগুলোরই মান খুব নিম্ন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন. এঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী একজন গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।