ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মানবপাচারকারীদের শাস্তির দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
মানবপাচারকারীদের শাস্তির দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানবপাচারকারীদের শাস্তির দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের। ছবি: বাংলানিউজ

ঢাকা: নিরাপদ অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচারকারীদের শাস্তির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা নগর কমিটি।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই রিজার্ভ বৃদ্ধিতে প্রধান অবদান প্রবাসী শ্রমিকদের। অথচ রাষ্ট্র এই প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পারেনা।

প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, এর জন্য আইএলও কনভেনশনের ১৮৯ ও ১৯০ ধারাকে স্বীকৃতি দিতে হবে। যদি সেটি স্বীকৃতি দেওয়া না হয়, তাহলে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি আমরা করতে পারবো না। এটা আমাদের নীতি নৈতিকতার প্রশ্ন। তাই তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে মানবপাচারকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা নগর কমিটির সভাপতি রতন মিয়া, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, ঢাকা নগরের সহ-সভাপতি পাকির আলী, সহ-সম্পাদক মনির হোসেন মলি, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক রুবেল মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
ডিএন/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।