ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উপহারের ঘরের পিলার ভেঙে শিশু আহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
উপহারের ঘরের পিলার ভেঙে শিশু আহত

বরগুনা: বরগুনার পাথরঘাটায় নির্মাণাধীন প্রধানমন্ত্রীর উপহারের ঘরের পিলারের উপর রড নিয়ে খেলার সময় ভেঙে পড়ে রাজু আহমেদ (১১) নামে একটি শিশু আহত হয়েছেন।

আহত শিশুকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল শেবাচিম থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। ওই আশ্রয়ন প্রকল্পে উপকারভোগী মায়া বেগম (৩৫) উপজেলার বাদুরতলা গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দিন, পাথরঘাটা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা সুলতানা, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম। সরেজমিন পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দিন পুনরায় ঘরের কাজ শুরু করার নির্দেশ দেন।

মায়া বেগমের ভাই কামাল মাঝি বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে ভাগ্নে রাজু নির্মাণাধীন ওই ঘরের পিলারের উপরের রড ধরে খেলছিল এমন সময় ৯ বছরের কুলসুম নামে অপর এক শিশুর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এতে রাজুর ডান হাতের কনুই ভেঙে যায়।

ইউপি সদস্য শাকিল আহমেদ শিবু বাংলানিউজকে জানান, নির্মাণ করার পর সম্পূর্ণভাবে না শুকানোর আগেই পিলারটি নিয়ে নাড়াচাড়া করায় ভেঙে পড়ে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, আহত রাজু পিলারটি বেয়ে কয়েকবার উঠানামা করে। উপরের কোনো আড়া দেওয়ার আগেই অতিরিক্ত নাড়াচাড়ার কারণে আগলা হয়ে ভেঙে গিয়ে গায়ের ওপর পড়ে।  

পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সরকারের দেওয়া বরাদ্দ দিয়েই সঠিকভাবে কাজ চলছে। যেহেতু ছোট ছোট ছেলেদের অসাবধানতাবশত একটি দুর্ঘটনা ঘটেছে। আমি সর্বাত্মক তার চিকিৎসার খোঁজ নিচ্ছি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম কবির বাংলানিউজকে বলেন, কাজের মান নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কাজ খুব ভালো হয়। এটি একটি দুর্ঘটনা। তবে আমরা আহতের খোঁজ খবর নিচ্ছি।

পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা বাংলানিউজকে জানান, আগের ইউএনও হুমায়ুন কবিরের সময়কালে আশ্রয়ণ প্রকল্প-২-এর খ নামের প্রকল্প বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে প্রকল্প বাস্তবায়ন অফিস এ কাজ বাস্তবায়ন করছে। আমি ঘটনাস্থলে এসেছি জেলা প্রশাসনের পক্ষ থেকেও কর্মকর্তা ও আছেন আমরা তদন্ত করে দেখছি।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।