ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৯ জন আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৯ জন আটক 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার  মাইলবাড়িয়া সীমান্ত ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি নয় নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।  

শুত্রুবার (১২ ফেব্রুয়ারি) সকালে আটক করার বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক কামরুল আহসান।

কামরুল আহসান জানান, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে মাইলবাড়িয়া গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।  

আটক নয়জনের মধ্যে তিনটি শিশু চারজন পুরষ, দু’জন নারী রয়েছেন।  
তারা হলেন-নড়াইল জেলার চাচুড়ি গ্রামের আহম্মদ শেখের ছেলে মো. ইমদাদুল (২৫), মো. মহাসিন হোসেনের ছেলে মো. মাহমুদুল (৩০), মো. মাহমুদুল হকের স্ত্রী কুলসুম (২২) ও তার মেয়ে নাইমা (২), মো. সোহাগ আলীর স্ত্রী আছমা খাতুন (২৫)ও তার মেয়ে সোহাগী (৩), পিরোজপুর জেলার কলারন গ্রামের মো. হাফিজুর রহমান (৫০), একই গ্রামের মো. হাফিজুর হোসেনের ছেলে মো. রিয়াদ হোসেন (৭) ও বারেক জমাদ্দার মো. সুমন হোসেন (২১)।  

আটক বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।