ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইউপি নির্বাচনের ৭ দিন আগে প্রার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
ইউপি নির্বাচনের ৭ দিন আগে প্রার্থীর মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক সপ্তাহ আগেই এলাইছ মিয়া (৪৫) নামে এক ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

এলাইছ মিয়া শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদে টিউবওয়েল প্রতীকের প্রার্থী ছিলেন। নির্বাচনে জয়লাভ করতে মাঠ চষে বেড়াচ্ছিলেন সদালাপী হিসেবে পরিচিত ইউপি সদস্য প্রার্থী এলাইছ মিয়া।

এদিকে, এলাইছ মিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো ওয়ার্ডে শোকের ছায়া বিরাজ করছে। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্থানীয়রা।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির আহমেদ বাংলানিউজকে জানান, জয়কলস ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্যর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।