ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
করিমগঞ্জে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মো. জামিল মিয়া (৪৫) নামে এক কৃষক।  

শনিবার (২০ নভেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত জামিল ওই উপজেলার উত্তর সিঙ্গুয়া গ্রামের মৃত ইসমত আলী মাস্টারের ছেলে।  

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে করিমগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গুয়া গ্রামে ছোট শিশুদের ফুটবল খেলা নিয়ে গোলমাল হয়। পরে এ নিয়ে এলাকার বড়দের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। রাত ৯টার দিকে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামিলসহ সাত-আট জন আহত হন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই উন্নত চিকিৎসার জন্য জামিল ও আবুল বাশার নামে দু’জনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে জামিলের মৃত্যু হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহের ময়নাতদন্তসহ যাবতীয় কাজ ঢাকার শাহবাগ থানা পুলিশের তত্ত্বাবধানে করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।