ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মাতুয়াইল মুসলিমনগর এলাকায় একটি প্রেস কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিল্টন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০নভেম্বর) রাত ৮টার দিকে ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মিল্টনের সহকর্মী মো. তুহিন জানান, তারা মাতুয়াইল মুসলিমনগর পলি প্রেস কারখানায় কাজ করেন। মিল্টন কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে কারখানার ভেতরে তাকে তেল মালিশসহ মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করা হয়েছে। অবস্থার বেশি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মিল্টন মাতুয়াইল এলাকাতেই থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমড়া থানায় অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।