ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীর থানার নতুন ওসি আব্দুর রাজ্জাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
গাংনীর থানার নতুন ওসি আব্দুর রাজ্জাক

মেহেরপুর: বিভিন্ন অভিযোগে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমানকে সরিয়ে দিয়েছে পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার ওসি বজলুর রহমানকে গাংনী থানা থেকে হঠাৎ বদলি করা হয় বলে পুলিশের একটি সূত্র জানিয়েছেন।

শনিবার (২০ নভেম্বর) গাংনী থানার নবাগত ওসি আব্দুর রাজ্জাক আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন। সদ্য বদলিকৃত ওসি বজলুর রহমান তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।

এসময় গাংনী থানার তদন্ত অফিসার শাহ আলমসহ উপসহকারী (এসআই) উপস্থিত ছিলেন।

গাংনী থানার তদন্ত অফিসার শাহ আলম তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

নবাগত ওসি আব্দুর রাজ্জাক বলেন, আইন আর নিজের বিবেক দিয়ে দায়িত্ব পালন করবো। কেউ আইন ভাঙলে তাকে ছাড় দেওয়া হবে না।

গাংনী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, অন্যায়, বিশৃঙ্খলা ও সমাজের জন্য ক্ষতির কারণ কোন কিছুই প্রশ্রয় দেওয়া হবে না। আইনের চোখে সবাই সমান।

আব্দুর রাজ্জাক ওসি হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন যশোরের ঝিকরগাছা থানায়।

তিনি এর আগে ডিএমপি, নরসিংদী, নারায়ণগঞ্জ, পাবনা ও সর্বশেষ যশোরের ঝিকরগাছা থানায় কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।