ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোসলে বেশি পানি খরচে নিষেধ করায় মাকে পিটিয়ে হত্যা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
গোসলে বেশি পানি খরচে নিষেধ করায় মাকে পিটিয়ে হত্যা! ...

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করায় মা কদেবানু বেগমকে (৭০) পিটিয়ে হত্যা করেছে ছেলে ইদ্রিস আলী (৩৫)।  

রোববার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

কদেবানু শ্যামপুর গ্রামের জামাল মল্লিকের স্ত্রী। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছেলে ইদ্রিস আলীকে আটক করেছে। এসময় হত্যার কাজে ব্যবহৃত বেলচা (বালু তোলার কাজে ব্যবহৃত) উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে নিজ বাড়িতে গোসলখানার টিউবওয়েলে গোসল করছিলেন ইদ্রিস আলী। এ সময় তার মা কদেবানু অতিরিক্ত পানি দিয়ে গোসল করতে নিষেধ করেন। এতে ইদ্রিস ক্ষুব্ধ হয়ে গোসলখানা থেকে বের হয়ে বেলচা দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছেলে ইদ্রিস আলীকে আটক করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।