ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

রোববার (২১ নভেম্বর) সকালে উপজেলা সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ওই গ্রামের সোলেমান মণ্ডলের ছেলে।

জানা গেছে, সকাল ৯টার দিকে বাড়ি পাশের জমিতে কাজ করতে বের হন রফিকুল। পথে অন্য এক জমির আইলে পড়ে থাকা সেচ যন্ত্রের বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।