ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাঙ্গালী নদীতে মিলল নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
বাঙ্গালী নদীতে মিলল নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ আইনুল ইসলাম

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙ্গালী নদী থেকে নিখোঁজ শিক্ষার্থী আইনুল ইসলামের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।  

রোববার (২১ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে নদীর তলদেশে বালুর নিচে চাপা পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

 

আইনুল সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের সোনাকানিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছরের এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে আইনুল ইসলাম ও তার দুই বন্ধু গ্রামের গুড়াভাঙ্গা এলাকায় বাঙ্গালী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হয় এবং অপর দুই বন্ধু সাঁতরে নদীর পাড়ে উঠে আসে। এ সময় আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও আইনুলকে না পেয়ে সোনাতলা থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টা তল্লাশি শেষে রোববার সকালে তার মরদেহ উদ্ধার করে।  

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মরদেহটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।