ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনার ২ জন নিহত হয়েছেন।

সোমবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী ও ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- দুপ্তারা ইউনিয়নের বাজবী তাতিপাড়া গ্রামের মৃত রহম আলীর ছেলে আবু তালেব (৩৪) এবং অন্যজন অজ্ঞাত মহিলা (৪৫)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের হোসেন বলেন, রাত দেড়টার দিকে আবু তালেব উপজেলার শ্রীনিবাসদী থেকে বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বগাদী সিডি মার্কেটের সামনে এলে একটি বালুবাহী ট্রাক  তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু তালেবের মৃত্যু হয়।

অপর দিকে, রাত ১০ টার সময় ঢাকা-আড়াইহাজার সড়কে মারুয়াদী এলাকায় অজ্ঞাত এক মহিলা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, মহিলার মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আবু তালেবের মরদেহ তার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।