ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাবেক অর্থমন্ত্রী মুহিতকে ‘গুণীশ্রেষ্ঠ সম্মাননা’ দেবে সিসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
সাবেক অর্থমন্ত্রী মুহিতকে ‘গুণীশ্রেষ্ঠ সম্মাননা’ দেবে সিসিক

সিলেট: সাবেক অর্থমন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতকে সম্মাননা দেবে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

মুহিতের আজীবন সুকীর্তির স্বীকৃতি স্বরূপ তাঁকে ‘গুণীশ্রেষ্ঠ সম্মাননা’ দেওয়া হবে।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাটে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সিলেট সিটি করেপারেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আবুল মাল মুহিত বাংলাদেশের একজন আলোকিত ব্যক্তিত্ব। একজন রাষ্ট্রচিন্তক, সফল অর্থমন্ত্রী হিসেবে তিনি দেশের অগ্রযাত্রায় বিপুল অবদান রেখেছেন। তার অবদানের স্বীকৃতি স্বরূপই এই সম্মাননা দেবে সিটি করপোরেশন। এ অনুষ্ঠানে সবার উপস্থিত কামনা করেছেন সিসিক মেয়র।

৮৬ বছর বয়সী মুহিত বর্তমানে অবসর জীবনযাপন করছেন। কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায়ও ভুগছেন তিনি।

সম্প্রতি হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রায় দুই বছর পর গত সোমবার সিলেট আসেন সিলেট-১ আসনের সাবেক এই সাংসদ।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) সন্ধ‍্যায় নগর ভবনের সম্মেলন কক্ষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।

এতে সিসিকের কাউন্সিলররা, সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।