ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেফতারের দাবি

রাজবাড়ী: রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সদর উপজেলার পূর্ব মুলঘর এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে পূর্ব মুলঘর এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্য সৌদি আরব প্রবাসী মওদুদ মিয়া পান্নার মা মোসলেমা পারভীন, চাচা ইলিয়াস মিয়া ও আশরাফ সিদ্দিক, মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সালাম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছির শেখ,মুলঘর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখসহ অন্যান্যরা বক্তব্য দেন।

প্রসঙ্গত, ২ মার্চ ভোর রাতে প্রবাসী মওদুদ মিয়া পান্নার ঘরে ঢুকে তার স্ত্রী বিউটি আক্তার বৃষ্টিকে গলাকেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ৮ মার্চ পূর্ব মুলঘর গ্রামের এহতেশামুল হক ফারুক ও ফরিদ সরদারের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন বৃষ্টির শাশুড়ী মোসলেমা পারভীন। কিন্তু এখনও মামলার কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।